দুবাই ও উত্তম আমিরাত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। শুরুতে কুরআন তেলাওয়াত ও বাংলা তরজমা করেন, কনস্যুলেটের শ্রম উইং এর অনুবাদক সিরাজুল মোস্তফা।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য বিশ্লেষণ করে কনস্যুলেট কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিজ্ঞাপন
দুবাই ও উত্তর আমিরাত কনস্যুলেটের দূতালয় প্রধান প্রবাস লামারং এর সঞ্চালনায় এই সময় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী কর্মাশিয়াল কাউন্সিলর ড. এ কে এম রফিক আহমেদ, প্রধানমন্ত্রীর বাণী লেবার কাউন্সিলার ফাতেমা জাহান, পররাষ্ট্রমন্ত্রীর বাণী প্রথম সচিব নূর ই মাহবুবা জয়া ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী প্রথম সচিব (শ্রম) ফকির মোহাম্মদ মনোয়ার হোসেন পাঠ করে শোনান।